Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
প্রসব সেবা
বিস্তারিত

 

/


 

সেবা প্রদানকারী অফিসের নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মমারী

সেবা প্রাপ্তির স্থান

প্রয়োজনীয় সময়

 

১। কমিউনিটি ক্লিনিক

২। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

৩। মেডিক্যাল কলেজ হাসপাতালের মডেল ক্লিনিক

4।মা ও শিশু  কল্যাণ কেন্দ্র

5। মোহম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার

6। মাতৃ ও শিশুস্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান

7।বেসরকারি সংস্থা

১। মেডিকেল অফিসার

(এমসিএইচ-এফপি)

২। মেডিক্যাল অফিসার (ক্লিনিক) / সহকারীসার্জন

৩। পরিবারকল্যাণপরিদর্শিকা

৪।প্রসব বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত

পরিবারকল্যাণসহকারী(সিএসবিএ)

৫। বেসরকারি সংস্থার প্যারামেডিক

১। গর্ভবতীর বাড়ি

২। কমিউনিটি ক্লিনিক

৩। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্র

৪। মা ও শিশু  কল্যাণকেন্দ্র

5। মেডিক্যাল কলেজ হাসপাতালের মডেল ক্লিনিক

6। মোহম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার

7। মাতৃ ও শিশুস্বাস্থ্যপ্রশিক্ষণ প্রতিষ্ঠান

8।বেসরকারি সংস্থার ক্লিনিক

 

 

৩০ মিনিট - ৩দিন

সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ

ক্লিনিকে আসার পরই প্রসব সেবা প্রক্রিয়া শুরু করা হয়। প্রশিক্ষণ প্রাপ্ত মহিলা কর্মী দ্বারা স্বাভাবিক প্রসব সেবা প্রদান করা হয়। Essential Obstetric Care (EOC) সুবিধা সম্পন্ন কেন্দ্রে প্রশিক্ষণ প্রাপ্ত চিকিৎসক সিজারিয়ান অপারেশনসহ অন্যান্য সেবা প্রদান করেন।প্রসবকালীন জটিলতার ক্ষেত্রে যথাযথ সেবাকেন্দ্রে রেফার করা হয়।

সেবা প্রাপ্তির শর্তাবলি

যে কোন প্রসূতি বিনামূল্যে এ সেবা পাওয়ার অধিকার রাখেন

 

প্রয়োজনী কাগজপত্র

বর্তমান ও পূর্বের গর্ভসংক্রান্ত কোন সেবাপ্রাপ্তির বা চিকিৎসার কাগজপত্র থেকে থাকলে তা সেবা কেন্দ্রে নিয়ে আসতে হবে।

প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ

বিনামূল্যে

 

সংশ্লিষ্ট আইন/বিধি/নীতিমালা

১. পরিবার পরিকল্পনা ম্যানুয়াল, ২০১২

২. মাতৃ ও শিশু কল্যাণ কেন্দ্র ম্যানুয়াল

নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারীর  ক্ষেত্রে যথাক্রমে মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ও উপজেলা পরিবার পরিকল্পনা  অফিসার। অন্যান্য ক্ষেত্রে উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা/ সহকারী পরিচালক (সিসি), এবং বেসরকারি সংস্থা, মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জাতীয় পর্যায়ের সেবা কেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্র প্রধান ।

সেবা প্রদান/ প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ

)নাগরিক পর্যায়

  1. সেবা কেন্দ্রে প্রসব সেবা গ্রহণেআগ্রহী না হওয়া
  2. প্রসব সেবাকখন,কোথায়পাওয়াযাবেসেসম্পর্কেনাজানা
  3. সেবা কেন্দ্রে যাতায়াতের সমস্যা
  4. প্রসব বিষয়ে পরিকল্পনা ও প্রস্তুতির অভাব
  5. সেবা কেন্দ্রে যাতায়াতের ব্যয়ভার বহনের আর্থিক সমস্যা
  6. কোন কোন ক্ষেত্রে পরিবার থেকে বাধা

)সরকারি পর্যায়

  1. প্রশিক্ষিত জনবলের অপ্রতুলতা
  2. অবকাঠামোগত অপর্যাপ্ততা
  3. কোন কোন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বাসস্থানের সুব্যবস্থা ও নিরাপত্তা না থাকায় অফিস-সময়ের পরকেন্দ্রের বাইরে সেবাদানকারীর বসবাস

বিবিধ/অন্যান্য